Wednesday, December 23, 2015

কোথায় যাবো বুঝতে পারছিনা


কোথায় যাবো বুঝতে পারছিনা। দেশের বাহিরে গেলে কেমন হয়? তাতেই কি সমস্যার সমাধান হবে? আসলে সমস্যাটা কি? মাথাটা ঘোলা হয়ে যাচ্ছে। মোল্লা তুই কই? আমার কত সমস্যা তুই দুই আংগুলের তুরিতেই সমাধান করে দিয়েছিস। না এখন মোল্লার কাছে যাওয়া যাবেনা। হয়তো আবার আন্তরিকতার সাথে আদর আপ্যায়ন সাথে সাথে দুই দিন পর ----বারি।

এই CSM পেজটাতে গুনাবলির অভাব নাই।ছোট/ছোট ভাই ও বোনেরা অনেক Quality নিয়ে নিজ নিজ জায়গা উজ্জল করে আছে। একটা Platform এ সবাই যদি থাকতে পারে, সবাই যদি সবার সাথে ভালো/মন্দটা শেয়ার করতে পারে, আখেরি সবার লাভ।


আমার বা আমার সমসাময়িক যাদের বয়স তারা এখানে আর কত দিন?
কিন্তু যাদের সামনে অফুরন্ত সময় পরে আছে তাদের ভালো ভাবে এগিয়ে আসতে হবে। তার জন্য ইচ্ছা শক্তি থাকতে হবে প্রবল।

এভাবে লিখতে ভালো লাগেনা। কিন্তু লিখতে হয়। আড্ডা টা ভালোভাবে শেষ করতে হবে।

দায়িত্ত নিয়ে কাজ করতে হবে। আমাকে কেন দেওয়া হলোনা, আমি কেন কিছু নয়, এই ভাবনা পরিহার করতে হবে। সরাসরি একটা পেজে বিরুপ মন্তব্য করার আগে ভালোভাবে বুঝতে হবে কাজটা ঠিক হচ্ছে কিনা? এই পেজের সিনিয়র ভাই হিসাবে এই কথা গুলি আমি বলতেই পারি। সে অধিকার আমার আছে। আমিও তোমাদের মত CSM
আমি খুব সামান্য একজন মানুষ। তবে CSM পেজ নিয়ে একটা ভালো অবস্থানে যেতে আমি কষ্ট করতে প্রস্তুত। আমি সবাইকে একটি যায়গায় দেখতে চাই।

২৯ শে জানুয়ারিতে আমাদের সফল হতেই হবে। শুধু খোলামনে হাতটি বারিয়ে দেওয়া।
কেন আমি এখন এই Post দিলাম? Post দেওয়াতে আড্ডার জন্য সমস্যা হবে এই চিন্তাটা যেন কারো মাথায় না আসে।


আড্ডার সাথে সাথে আমাদের আরো সৃজনশীল কাজে সামনের দিনগুলিতে এগিয়ে যেতে হবে। আমি যদি তোমাদের মুল ব্যাপারটি বুঝাতে পারি আমি সার্থক। আর তানাহলে আমি অক্ষম। অক্ষম মানুষের দূরে সরে যাওয়া ভালো।

No comments:

Post a Comment