Friday, January 22, 2016

বড় ধরনের একটা ভ্যাজাল বাজাতে হবে


বড় ধরনের একটা ভ্যাজাল বাজাতে হবে। দুই মাস আগে সারাফের মাকে বলেছি, তোমাকে চিটাগাং নিয়ে যাবো, ছোট ভাই/বোনেরা আড্ডা নামক এক বিশাল আয়োজন করতেছে। সবাই আসবে দারুন মজা হবে। বির/বির করে কি যেন বললো বুঝলাম না। চলো যাই, ভালোই লাগবে তোমার। তুমি যাও, তোমার মনে অনেক----- র্তী। এবার স্পষ্ট সুনতে পেলাম। যাক বাচা গেলো যাবেনা। মুখটা খুব ভার করে রাখলাম, যেন প্রচন্ড আঘাত পেয়েছি মনে।

কিন্তু শেষ সময়ে গ্যাঞ্জামটা বাজালো খালা। কেন যাবানা? সবাই যাবে, মজা করবে। রেজা একা একা মজা করবে, তোমাদের কে রেখে, কখনো এই সুযোগ দিবেনা। 


কোন শালায় যে বলেছিলো, "মার বোন খালা মার চেয়ে ভালা"। হাতে নাই সময়, এখন উনার বায়না শুরু হয়ে গেছে। এখন আর বির/বির করেনা। মধুর মধুর বুলি বের হচ্ছে। 

বন্ধু বাবু ভাইয়ের কাছে আসছি। বাবু ভাইয়ের মাথাটা পরিস্কার। দিছে বুদ্ধি একটা। এখন যায়গা মত প্রয়োগ করতে হবে।

No comments:

Post a Comment