Sunday, January 10, 2016

ম্যাগাজিনের ব্যাপারে


ম্যাগাজিনের ব্যাপারে নাজমুল ভাই সকালে একটি চমৎকার পোস্ট দিয়েছেন, আমি নাজমুল ভাইয়ের অনুমতি নিয়ে আরেকটু বলতে চাই, যতটুকু জানি সময় স্বল্পতার কারনে এখানে নতুন কোন লেখা নেওয়া হয়নি,ফেসবুকের পুরানো লেখা গুলো থেকে বাছাই করে লেখা দেওয়া হচ্ছে, এমন কি আমি নিজেও জানিনা আমার কোন লেখাটা এখানে দেওয়া হচ্ছে বা আদৌ দিবে কিনা। প্রথম বার কাজ করতে গিয়ে হয়ত একটু কাজ অগোছালো হচ্ছে, ইনশাল্লাহ পরের বার সব ঠিক হয়ে যাবে, সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আসুন আমরা একে অপর কে সহযোগিতা করি, সবই তো আমরাই। আমার এ পোস্ট টিতে প্লিজ কমেন্টস করবেন না, জাস্ট আমি আপনাদের কাছে অনুরোধ নিয়ে এসেছি। আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না, আমি খুব আশাবাদী একজন মানুষ।

No comments:

Post a Comment