Sunday, January 10, 2016

টিংকু পোলার সাজা চাই, বিচার চাই


E-টাইপে একটি স্লীপার ছিল ।যা ছিল সব ছেলে মেয়ের পছন্দ ।মক্তবে পড়াকালীন আমি ,একা আর মেরীর প্রথম কাজ ছিল হুজুরের কাছে পড়া শেষ করে স্লীপারে গিয়ে স্লীপ খাওয়া ।সময় অসময় আমাদের টিংকু ও সাথে যোগ দিত ।কারণ স্লীপার ছিল তাদের বাসার নিকট ।একদিন আমরা টিংকু সহ মক্তব পালালাম ।But আমার কপালে ছিল শনি ।টিংকু হঠাত্‍ করে আমারে স্লীপারের একেবারে উপর থাইকা ডাক্কা মারলো ।আমি কিছু বুঝার আগেই দেখলাম পড়ে আছি এক্কেবারে স্লীপারের নিচে ।হাতে কিছুটা চোট পাইছিলাম কিন্তু তা সাময়িক ।পায়ে যে চোট পাইছি তা আজও মাঝে মাঝে ভোগায় ।আমি CSM colony'r বড় ভাই আপাদের কাছে এর বিচার চাই । বিচার চাই ।টিংকু পোলার সাজা চাই ।বিচার চাই ।

No comments:

Post a Comment