যেদিন বিকেলে মাঠে খেলা থাকতোনা সেদিন ছোট ছোট দল বেঁধে সি টাইপ ডিটাইপ, পুকুরপাড়, টাংকির নীচ দিয়ে অযথা হাঁটাহাটি। বিশেষ কাউকে এক পলক দেখার আপ্রান চেষটা। অলস বিকেলে আজো চোখের সামনে ভেসে উঠে সেই সব পাগলামো। কিংবা অফিসার্স ক্লাব বা ওয়ার্কার ক্লাবের লনে বসে আড্ডা, খুনসুটি, হা হা হি হি।খুঁজে ফিরি সেই বিকেল গুলো এখনো। যতই দিন যাচ্ছে এই নষ্টালজিয়া আরো বাড়ছে। Al Amin Billah Shujon এর মতে কেউ যদি বিল গেটস হয়ে আমাদের একটি সিএসএম জরুরি আবাসিক কলোনি বানিয়ে দিতো।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment