Tuesday, February 9, 2016

যতই দিন যাচ্ছে এই নষ্টালজিয়া আরো বাড়ছে


যেদিন বিকেলে মাঠে খেলা থাকতোনা সেদিন ছোট ছোট দল বেঁধে সি টাইপ ডিটাইপ, পুকুরপাড়, টাংকির নীচ দিয়ে অযথা হাঁটাহাটি। বিশেষ কাউকে এক পলক দেখার আপ্রান চেষটা। অলস বিকেলে আজো চোখের সামনে ভেসে উঠে সেই সব পাগলামো। কিংবা অফিসার্স ক্লাব বা ওয়ার্কার ক্লাবের লনে বসে আড্ডা, খুনসুটি, হা হা হি হি।খুঁজে ফিরি সেই বিকেল গুলো এখনো। যতই দিন যাচ্ছে এই নষ্টালজিয়া আরো বাড়ছে। Al Amin Billah Shujon এর মতে কেউ যদি বিল গেটস হয়ে আমাদের একটি সিএসএম জরুরি আবাসিক কলোনি বানিয়ে দিতো।

No comments:

Post a Comment