Tuesday, February 9, 2016

আমরার ময়মনসিংহের ভাষা


ইদানিং আমার বন্দু আতিক আমরার ময়মনসিংহের ভাষা লইয়া খুব লেহা লিহি করতাছে।দোস নান্দলেরর ইউনুস তরে মাইন্ড করছে।তরে হে পাইলে তর খবর করইয়া দিব।তুই আমরার ভাষা লইয়া লিহছ কেরে।আর ফহিন্নির পুত মোশারফেরে পাইলে কি করুম হেইডা এওন কইতাম না।ফহিন্নির পুত আমরার শ্রুতিমধুর ময়মসিংহে ভাষা লইয়া নাটক করে।

No comments:

Post a Comment