- Javed
সকালে অফিস যাবার তাড়া থাকে
তড়িঘড়ি বড় রাস্তায় গিয়ে দাঁড়াই।
আমার অফিস পথে যায়
এমন কোন গাড়িতে উঠে পড়ি সটান।
সারাদিনের কর্মক্লান্তি শেষে
আবারো সেই বড় রাস্তা।
এবার আমাকে একটু সতর্ক হতে হয়,
কৌসুলি হতে হয় খুব।
চাতকের মত তাকিয়ে থাকতে হয়
সঠিক গাড়ির খোঁজে।
আমাকে সেই গাড়িই বেছে নিতে হয়
যা তোমার পথ হয়ে আসছে।
তেমন কিছু পেলে
আমার আর অগ্রপশ্চাৎ ভাবার
ফুরসৎ থাকেনা,
লাফিয়ে উঠে পড়ি তৎক্ষণাৎ।
বুক ভরে শ্বাস টানি।
গাড়ি ভরা বেলী আর কাঁঠালচাঁপা।
গাড়িটা আমার জন্য তোমার গায়ের সুবাস
বোঝাই করে আনে রোজ।
(১৯/০৫/২০১৫)
সকালে অফিস যাবার তাড়া থাকে
তড়িঘড়ি বড় রাস্তায় গিয়ে দাঁড়াই।
আমার অফিস পথে যায়
এমন কোন গাড়িতে উঠে পড়ি সটান।
সারাদিনের কর্মক্লান্তি শেষে
আবারো সেই বড় রাস্তা।
এবার আমাকে একটু সতর্ক হতে হয়,
কৌসুলি হতে হয় খুব।
চাতকের মত তাকিয়ে থাকতে হয়
সঠিক গাড়ির খোঁজে।
আমাকে সেই গাড়িই বেছে নিতে হয়
যা তোমার পথ হয়ে আসছে।
তেমন কিছু পেলে
আমার আর অগ্রপশ্চাৎ ভাবার
ফুরসৎ থাকেনা,
লাফিয়ে উঠে পড়ি তৎক্ষণাৎ।
বুক ভরে শ্বাস টানি।
গাড়ি ভরা বেলী আর কাঁঠালচাঁপা।
গাড়িটা আমার জন্য তোমার গায়ের সুবাস
বোঝাই করে আনে রোজ।
(১৯/০৫/২০১৫)
No comments:
Post a Comment