কলোনীর-‘‘কালো মানিক-পেলে সম”-কলোনীর কিংবদ্বন্তী ফুটবলার-আনোয়ার ভাই আর নেই উনি গতকাল না ফেরার দেশে চলে গেছেন।
জন্মিলে মরিতে হেইবে-ইহাই প্রকৃতির স্বভাবিক নিয়ম। কিন্ত অসমায়ে অস্বভাবিক মৃত্যুগুলিকে মেনে নিতে কষ্ট হয়।
ভাবতে অবাক লাগে কেমন করে কলোনী ছাড়ার-পনের বছর কেটেগেল। এখনও মনে হয় এইতো সেই দিন-আনোয়ার ভাই বড় মাঠে বল নিয়ে মাঠের এপাশ থেকে ওপাশে দাপিয়ে বেড়াচ্ছে। অনেক সৌখিন ফুটবলার ছিলেন তিনি। সংসারের কয়েক বোনের একমাত্র ভাই হিসাবে এত আদরে বেড়ে উঠার সৌভাগ্য আমাদের কলোনীর হয়ত হাতে গোনা কয়েকজনের ভাগ্যে জুটেছিল। কলোনীতে থাকাকালীন কোন দিন কোন দুঃখ তাকে স্পর্শ করেছে কি না আমার জানা নাই।
ফুটবলে তার নিজেস্ব স্টাইল, চুলের বাহার, মনোমুগ্ধকর পাস, যারা দেখেছে-তাদের অনেক দিন মনে থাকার কথা। পৃথিবীর কোন কাজকে উনি কোন দিন সিরিয়াসভাবে নেয়নী। নিলে হয়তো-জীবনে অনেক বড় ফুটবলার হতেন আমার বিশ্বাস। কলোনীতে হাতে গোনা যে কয়জন শ্রদ্ধাভাজন বড় ভাই ছিলেন-তাদের মধ্যে আনোয়ার ভাই ছিলেন অন্যতম। কারণ কলোনীর ফুটবলের কোন কথা উঠলে-আনোয়ার ভাইয়ের নাম সবার আগে আসবে। তার কাছ থেকে ফুটবলের অনেক কিছু আমারা শিখেছিলাম। আনোয়ার ভাই ক্ষমা করে দিয়েন-যে মনভাব নিয়ে লিখার জন্য বসে ছিলাম কিন্ত মানসিক ও সাংসারিক চাপের কারনে গুছিয়ে লিখতে পারলাম না।
তবে ভবিষ্যতে আপনাকে নিয়ে লিখে-আমাদের ঋণের বোঝা কিছুটা হালকা করব ইনশাল্লাহ। তবে এইটুকু বলবো-পৃথিবীতে কিছু মানুষ জন্মে-যারা সুধু দেওয়ার জন্য আসে-নেওয়ার জন্য নয়। আনোয়ার ভাই তাই হয়তো আমাদের কাছে-দেবার দলে রয়েগেলেন। নেবার দলে নয়।
No comments:
Post a Comment