মেজাজ টা গরম। সারা দিন ঠিক করেছি শুক্রবার দেরীতে ঘুম থেকে উঠব। মানে সকাল ৮.৩০ টা বা ৯.০০ টায়। এজন্য সকালের নাস্তা টাও রাতে তৈরী করে রেখেছি যাতে সকালে উঠে গরম করেই খেতে পারি। কিন্তু বিধি বাম। Csm আড্ডাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে সেই ৪.৩০ টায় ঘুম ভঙল। তারপর উঠে নামাযও পরলাম। মাগার ঘুম আর এই পর্যন্ত আমায় দেখা দিলো না। অথচ অন্য দিনে ঘুম থেকেই উঠতে পানি না। শুধু স্কুলের জন্য জোর করে উঠা।"আয় ঘুম আয়। দু চোখ ভরে আয়"।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment