Friday, February 5, 2016

মেজাজ টা গরম


মেজাজ টা গরম। সারা দিন ঠিক করেছি শুক্রবার দেরীতে ঘুম থেকে উঠব। মানে সকাল ৮.৩০ টা বা ৯.০০ টায়। এজন্য সকালের নাস্তা টাও রাতে তৈরী করে রেখেছি যাতে সকালে উঠে গরম করেই খেতে পারি। কিন্তু বিধি বাম। Csm আড্ডাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে সেই ৪.৩০ টায় ঘুম ভঙল। তারপর উঠে নামাযও পরলাম। মাগার ঘুম আর এই পর্যন্ত আমায় দেখা দিলো না। অথচ অন্য দিনে ঘুম থেকেই উঠতে পানি না। শুধু স্কুলের জন্য জোর করে উঠা।"আয় ঘুম আয়। দু চোখ ভরে আয়"।

No comments:

Post a Comment