Monday, March 28, 2016

আব্বা চলে যাবার পর পেইজে তেমন একটা লেখা হয়না


আব্বা চলে যাবার পর পেইজে তেমন একটা লেখা হয়না। সবসময় মন একরকম থাকেনা। তবে টুকিটাকি লিখি আর কি। আমার আজকের লেখাটা Aslamuddin Mamun কে নিয়ে। আমি শুরু থেকেই বলে আসছি যে কলোনিতে বেশিদিন ছিলাম না,সবাইকে চিনিও না। পেইজের মাধ্যমে পরিচয়। আড্ডার আগে পরে অনেকের সাথে দেখা,পরিচয় কথা হয়েছে। এই পেইজের সবাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আজ মামুন কে নিয়ে লিখতে ইচ্ছা হল। আড্ডার আগের রাতে দেখেছি ওর প্রাণোচ্ছল ব্যস্ততা, আড্ডার দিন পুরা খেলার ইভেন্ট টা ও একা পরিচালনা করেছে। একটু পর পর বিজয়ী বাচ্চাগুলাকে মঞ্চের কাছে এনেছে আর আমি আর তানিয়া নাম ঘোষনা করেছি। অসাধারণ। ইদানীং হয়ত বেশি খেয়াল করছি তাই লিখছি। এই পেইজের প্রতিটা সদস্যের জন্মদিন,কারো মৃত্যুর মত কঠিন খবরগুলাও আগে পোস্ট করে দিচ্ছে। আমি আপ্লুত একারনে যে আমার আব্বার চলে যাবার পোস্টটা সেও দিয়েছে আতিকের সাথে সাথেই। ভাই মামুন ভাল কাজের কোন সংজ্ঞা নেই। তুই ক্লিয়ার মন নিয়ে যা করবি তাই ভাল। তুই সেই কাজটাই করছিস। ধন্যবাদ দেবোনা। আমার অন্তর থেকে দোয়া থাকলো আল্লাহ তোর প্রতিটা ভাল কাজের সুফল দিন আর আমরা যেন তোর কাজের মুল্যায়ন করতে পারি। আমি এখন নেত্রকোনায়। আমার আব্বার বাসায়। অনেক কিছুর সাথে এটাও মনে হল। শুধুমাত্র দোয়া দিতেই এই লেখা। অনেক ভাল থাক,আল্লাহ অনেক ভাল রাখুন তোকে।

No comments:

Post a Comment