Wednesday, March 9, 2016

গাহি সাম্যের গান


অনেকদিন ধরেই ভাবছিলাম পেইজে কিছু লিখবো। অফিসের কাজের চাপে দিনরাত বেসামাল থাকায় পেইজে খুব একটা রেগুলার হতে পারছিলাম না বেশ কিছুদিন ধরেই। ছোটখাটো কিছু কমেন্টস আর লাইক দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছিলাম। পরিসংখ্যানবিদ সুজনের মাসিক রিপোর্টের পর নিজেকে ফাঁকিবাজ ছাত্র মনে হচ্ছিলো।:p গতকাল থেকে কিছুটা অসুস্থ থাকায় আজ মেডিক্যাল লিভ নিয়ে রেস্ট করছি।তাই ভেবেছিলাম, আজ কিছু লিখবো।কিন্তু,পেইজে ঢুকেই দেখি সিরিয়ার যুদ্ধ(মইয়ু ভাইয়ের ভাষায়)চলছে CSM পেইজে। তাই তথাকথিত যুদ্ধ নিয়েই লিখছি।

পেইজে কিছু কিছু কমেন্টস পড়ে কয়েকটা প্রাসঙ্গিক প্রশ্ন নির্বোধ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হলঃ

১। ব্লগ এবং ব্লগার কি?
২। CSM Colony গ্রুপটি কি একটি ফেসবুকভিত্তিক বাণিজ্যিক ব্লগ; নাকি আত্মার মিলনস্থান?
৩। যারা CSM Colony গ্রুপে বিভিন্ন পোস্ট দেন, তারা কি ব্লগার?


প্রথম প্রশ্নের উত্তর আমি এই পেইজের কারো কাছে জানতে চাইবো না। গুগল ভাইজানে সার্চ দিলে ব্লগ ও ব্লগারের বাংলা/ইংলিশ অনেক ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু, বাকি দু’টো প্রশ্নের উত্তর খুব জানতে ইচ্ছে করে।আমার অপরিপক্ক মস্তিস্ক যা বুঝে তা হলোঃ CSM এর পেইজটি কোন বাণিজ্যিক ব্লগ না। এই পেইজের সাথে “জনপ্রিয়তা”নামক বিষয়টি সামঞ্জস্যপূর্ন নয়। কারন, বানিজ্যিক ব্লগগুলো চেষ্টা করে, “জনপ্রিয়তা”র মাধ্যমে তাদের web ranking বাড়াতে এবং কাটতি বাড়িয়ে দু’পয়সা কামাতে।এই “জনপ্রিয়তা” অর্জনের জন্য কিছু কিছু ব্লগ/ব্লগার আবার লোকজন ভাড়া পর্যন্ত করে। ফ্রিল্যান্সিং এর সাইটগুলোতে গেলে দেখতে পারবেন, কোন কোন সাইটে রেগুলার ঢুকে আবার বের হয়ে আসার জন্য বা ইউটিউবে উঠতি কোন শিল্পীর গানে লাইক দেওয়ার জন্য বা আখাস্তা ব্লগারের সস্তা লিখায় লাইক দেওয়ার জন্য পয়সা দিয়ে ফ্রিল্যান্সার ভাড়া করা হয়ে থাকে।এছাড়াও ফেসবুকে আমরা অনেককেই “কমেন্ট করে/লাইক দিয়ে ম্যাজিক দেখুন” মার্কা অপ্রীতিকর পোস্টে লাইক/কমেন্ট করে ইজ্জতের ফালুদা বানাতে দেখি। কারন, ওইসকল “লাইকবাগী” পোস্ট যারা দেয়,তারা জানে “ম্যাজিক” দেখতে চাওয়া বলদের সংখ্যা নেহায়েতই কম না।তাই ওইসকল বলদের লাইক/কমেন্ট নিয়ে সস্তা ওইসকল ব্লগ/ব্লগার নিজেদের কাটতি বাড়ায়।

CSM এর পেইজটি ব্যবসায়িক ব্লগ নয় এবং আমরা ব্লগার নই। তাই এই পেজে পোস্টকারী বা পেইজের জনপ্রিয়তার মাপকাঠি লাইক/কমেন্টস মনে করাটাকে আমি “বলদামি” নামক কঠোর বিষেশণে বিশেষায়িত না করে বলবো “চরম অবিবেচকের কাজ”। ব্লগাররা ব্লগিং করেন কোনও না কোনও ধান্দায়। নাস্তিক ব্লগাররা নাস্তিকতা নিয়ে লিখে বিশেষ কোন মহলের কাছ থেকে টাকা খেয়ে বা বিদেশে যাওয়ার ধান্দায় বা পেট চালাতে। CSM এর পেইজে পোস্ট দিয়ে কেউ পেট চালায় না। বরং পেট চালানোর পেশাকে অগ্রাহ্য করে, পরিবারকে বঞ্চিত করে বা নিজের বিশ্রামের সময়টুকু নষ্ট করে একেকটা পোস্ট করে হৃদয়ের টানে। যারা পোস্ট করেননা,তারা লাইক বা কমেন্ট করেন হৃদয়ের টানে। গ্রান্ড আড্ডাকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা হৃদয়ের টানেই করেছেন; আমার জানা মতে পয়সা কামাতে নয়। এই পেজে সবাই আসে নিজেকে হালকা করতে, সমমনা মানুষের সাথে নিজেকে শেয়ার করতে। “জনপ্রিয়তা” শব্দটাই এই পেজের জন্য ভুল একটা শব্দ।

CSM এর একটা সৌন্দর্য হল, এখানে ছোটরা বড়দের সম্মান করে এবং বড়রা ছোটদের স্নেহ করেন। এখানে পেশা কাউকে বড়/ছোট করেনা। যারা বড়াই করে,তারা automatically অবাঞ্ছিত হয়। কারণ, ফলবান বৃক্ষ ফলের ভারে নত হয়ে থাকে। এই পেইজ থেকে চলে যাওয়াটা যে কারও ব্যক্তিগত ব্যাপার। তবে চলে যাওয়াটা সমাধান নয়। Real fighters never leave the ground. যদিও এখানে কেউ যুদ্ধ করছে না। tongue emoticon এই গ্রুপে ছোট/বড় বিভিন্ন ভুল বুঝাবুঝির সমাধানে বড়দের strong ভূমিকা আশা করছি। আর বড়দের কেউ অসম্মান করে কথা বললে জিরো টলারেন্স দেখাতে অনুরোধ করছি। কেউ যদি ১০০% ন্যায্য কথাও কোন সিনিয়রকে অসম্মান করে বলে, তাকে প্রশ্রয় না দিতে অনুরোধ জানাচ্ছি। ন্যায্য কথা বলা আর অসম্মান করে কথা বলার পার্থক্য সকলের বুঝা উচিৎ। কাউকে অসম্মান করাটা খুব সহয। কারণ, এতে মস্তিস্ক ব্যবহার করে কোনো কথা চিন্তা করে বলতে হয়না। ক্ষুদ্র মস্তিস্কবিশিষ্ট প্রানীতুল্য মানুষজন এই কাজ সচরাচর করে থাকে। তবে, কারো সম্মানের জায়গাটা ঠিক রেখে ন্যায্য কথা বলতে ঘিলুর প্রয়োজন হয়। যারা আজ সিনিয়রকে একজন জুনিয়রের অসম্মান করে বলা কমেন্টকে ন্যায্য কথা ভেবে চুপচাপ আছেন বা নিরব সম্মতি/প্রশ্রয় দিচ্ছেন, সেইদিন দূরে নয় যেদিন সেই ব্যক্তি আপনার সম্মানটুকুও রাখবেনা।

বিঃদ্রঃ লাইক/কমেন্টস নয়; ভুল বুঝাবুঝি অবসানে যোগ্য ব্যক্তির যৌক্তিক ভূমিকাই কাম্য।

No comments:

Post a Comment