Wednesday, March 9, 2016

"প্লিজ এড়িয়ে যাবেন না"


আমার ধারনা আমার লেখা সবাই পড়ে না। আমার লেখা সবাই পড়বে তেমন আশাও করিনা। কিছু দিন আগে একজন লিখেছিল কেউ কেউ নাকি লেখক বুঝে কমেন্টস আর লাইক দেয়। সেটা আমি বিশ্বাস করিনা। আমি আমার কথাই বলি আমি কমেন্টস / লাইকের আশায় পোষ্ট দিই না। আমার লেখায় কমেন্টস / লাইক বেশি পড়ছে কিনা তা কখনো চিন্তাও করি নাই। আমার কাছে যেটা হাসির মজার তা আরেক জনের কাছে হাসির না হতে পারে। সেই রকম আমার কাছে যেটা দুঃখের সেটা আরেক জনের কাছে তা নাও হতে পারে। তাই এই সব চিন্তা না করে আমার যা মনে আসে তা আমি লিখি।

এই পেইজের ৬৩৫ জন মেম্বার। সবাইকি আমাকে চেনে? হয়তো চেনে আবার হয়তো না। আবার আমাকে চিনতে হবে তার কোন বাধ্যবাধকতা নাই। আর আমি কি সবাইরে চিনি? তাও হয়তো না। কারন যখন কলনিতে ছিলাম তখন ওরা ছোট ছিল এখন বড় হয়ে গেছে। নামও হয়তো ভুলে গেছি। তাই অর্ধেকের বেশি আমার friend list এ add করা নাই। তা নিয়ে আমার মাথাব্যথাও নাই। কিন্তু আমার লেখায় তারাই বেশী কমেন্টস করে / লাইক দেয়। 


এই পেইজের সবার সা্থে আমার সুসম্পর্ক আছে তা আমি বলবো না। হয়তো কেউ পছন্দ করে আবার হয়তো কেউ করেনা। এমনটি আমি ও আশা করি না। আমারও হয়তো কেউ কেউ অপছন্দের থাকতে পারে। তাই বলে আমি কারো বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারি না। বলা উচিতও নয়। কারন এই পেইজে আমি পোষ্ট লিখলে সেটা সবাই দেখবে। তাই ব্যক্তিগতভাবে কাউকে আক্রমন করা অনুচিত বলে মনে করি। আমি বিশ্বাস করি আজকে কাউকে অপমান করলে আরেকদিন হয়তো আরেক জন আমাকে করতে পারে। আরেক জনকে অপমান করে নিজে বড় কিংবা মহৎ হওয়া যায় না। আমার যদি কারো কোন পোষ্ট ভাল না লাগে তাহলে আমি এড়িয়ে চলি। আমার মনে সবার তা করা উচিত। অন্তত এই পেইজের স্বার্থে।

আরেকটা ব্যাপার আমি লক্ষ করলাম কেউ কেউ বলে এই পেইজে আমি অনেক আগে থেকে ছিলাম। আমি অমুককে এ্যাড করছি। আমি তাদের বলতে চাই আপনার কাজটা মহৎ। আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু একবারও কি চিন্তা করছেন যাদের আপনি আনছেন তারা আপনাকে ছেড়ে আবার চলে যায় আপনি একা একা পেইজ চালাতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম পারবেন না। তাই দয়া করে এসব বক্তব্য দিবেন না। যদি পেইজ চালানোর ইচ্ছা থাকে যারা যারা এই সব কমেন্টস করছেন তা পেইজের স্বার্থে প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। 

কেউ কেউ বলে বড় ভাইরা নাকি চুপচাপ থাকে। এই পেইজে আপত্তিকর কথা যেসব বলেছে তাওতো বড়দের বিরুদ্ধ। অর্থাৎ তাদের বিরুদ্ধে যারা বলছে তারা বয়সে ছোট। অর্থাৎ জুনিয়র সিনিয়রকে বলছে। হোক সে এক বছরের সিনিয়র। তাও বলা উচিৎ নয়। কারন আজকে আমি যদি সিনিয়র কাউকে অপমান করি আরেকদিন হয়তো জুনিয়র কেউ আমাকে অপমান করতে পারে। 

তবে বড়দের উদ্দেশ্যে বলতে চাই আপনার চুপ করে থাকবেন না। ছোট বড় বিচার না করে ভালকে ভাল বলবেন আর খারাপকে প্রশ্রয় দিবেন না।তাছাড়া আজকে একজনকে অপমান করছে আগামিকাল আপনাকে যে করবে না তার কোন গ্যারান্টি দিতে পারবেন? আপনাদের আরো কঠোর হতে হবে। নয়তো আমি আজকে আপনাদের কাছে ভালো আগামিকাল হয়তো ভালো নাও থাকতে পারি। বড়দের কাছে আমার অনুরোধ আমরা ছোটরা যদি কোন ভুল করি আপনারা সাথে সাথে শাসন করবেন। কারন শাসন করা তারই সাজে সোহাগ করে যে। 

(কাউকে আঘাত দেওয়ার জন্য এই পোষ্ট দিই নাই তারপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য দুঃখিত।)

No comments:

Post a Comment