Friday, March 18, 2016

গতবার যখন কক্সবাজার গেলাম


গতবার যখন কক্সবাজার গেলাম আব্বা ফোন দিলেন একেবারে ওখান থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবার আগে। লাক্ষা মাছের শুটকি নিতে বলেছিলেন। আমি শুটকির দোকানে ফোন দিলাম। জানতে চাইলাম কত করে কেজি। ওরা বললো 2000 থেকে শুরু। সবচেয়ে ভালটা ৫০০০/৬০০০ টাকা। যেহেতু ফেরার সময়, এত টাকা ছিলনা। তাই সেবার কিনি নাই। এবার গিয়ে প্রথমেই ওটা কিনে এনে পাঠালাম। আব্বা খেয়েছেন। যদিও খুব অল্প খেয়েছেন। তবুও শান্তি আব্বার ইচ্ছাটা পুরন করতে পেরেছি। আব্বা নিজের সামর্থের মাঝে আমাদের সব ইচ্ছা পুরন করেছেন। আম্মা সেকি রাগ আব্বার ওপর কেন এত দামি শুঁটকি আনতে বলেছেন। আম্মাকে বললাম থাকনা আম্মা,কত টাকা খরচ করি,এটা এমন কি। নিজে মুখ ফুটে কিছু বলতেন না। একবার ভুটান গেলাম,আব্বা সেই আরেকবার বললেন ওখান থেকে জেলি আনিনি কেন। বললাম আব্বা ব্যাগ ভারি হয়ে যায় আর এটা ঢাকাতেই পাওয়া যায়। DRUK এর জেলি।

No comments:

Post a Comment