Friday, March 18, 2016

তাজদার


আমার মেয়েটা আজ বললো, আব্বু তোমার ছেলেটা বেশী দুষ্ট হইছে, আমাকে শুধু মারে। আমার মা ও তার কথায় সাই দিলো। কি আর করি সিদ্ধান্ত নিলাম বিচার করতে হবে, আব্বাও সেই দিন বললো ও নাকি আব্বা ঘুমালে ওনার শরীরের উপর লাফিয়ে পড়ে। কোন বারন সে তোয়াক্কায় করে না। আম্মা বলে ছেলে নাম রেখেছিস তাজদার মানে তাজ ধারী অর্থাৎ রাজা। তাই সে কারো কথা শুনে না, তার যা ইচ্ছা হয় তাই করে। 

কিন্তু আজকে আর ছাড়বো না বিচার হবে তার। ডাক দিলাম, তাজদার এই তাজদার, তাড়াতাড়ী আস। 
তাজদার- জ্বি আব্বা কি ইইছেএ.. কেন ডাকছো বলো.. 
আমি- তুমি আব্বু সরাক্ষন কেন মারামরি করো
তাজদার- আমার ভালো লাগে
আমি- এটা কেমন কথা, তোমার ভালো লাগে
তাজদার- হু আমার ভালো লাগে। হুওওওম আমার মনে হয় আমার এখানে (বুকটা দেখিয়ে) জ্বীন ডুকছে, ঐ ভূত আছেনা ভূত ওটাও ডুকছে, এইজন্য আমি এরুম করি। 


আমি হাসবো না বিচার করবো!!! আপনারাই বলেন.... গুমালেই ঘরটা একটু শান্ত হয় তা না হলে সারক্ষন চেচামেচি আর মার.. একে মারতো আবার ওকে মারে... ও নাকি পুলিশ হবে... আল্লাহ মালুম..

No comments:

Post a Comment