আজ বৃহস্পতিবার ৩ মার্চ। উপরের মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকের রাতটা যেন বাবুর্চির সাথে খোলা আকাশে নীচে কাটাই। অর্থাৎ বাবুর্চি রান্না করবে আর আমাকে চেয়ার নিয়ে তাদের পাশে বসে থাকতে হবে। এটা কি গ্র্যান্ড আড্ডার রান্না? গ্র্যান্ড আড্ডার রান্নার আগের রাতে খোলা আকাশের থাকছি বলে কি আমাকে এখানেও থাকতে হবে? না সম্ভব না। তাই আমি উপরের নির্দেশ অমান্য করে বাসায় রাত্রি যাপন করতেছি। জানি এর জন্য আমাকে কারন দর্শাও নোটিশ দেওয়া হবে। আগামী কয়েকদিন ওএসডি করে রাখতে পারে। রাখুক সমস্যা নাই। আমি কি ভয় পাই? না আমি ভয় পাই না। কারন আমি ষ্টীলার।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment