Thursday, March 3, 2016

কারন আমি ষ্টীলার


আজ বৃহস্পতিবার ৩ মার্চ। উপরের মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকের রাতটা যেন বাবুর্চির সাথে খোলা আকাশে নীচে কাটাই। অর্থাৎ বাবুর্চি রান্না করবে আর আমাকে চেয়ার নিয়ে তাদের পাশে বসে থাকতে হবে। এটা কি গ্র্যান্ড আড্ডার রান্না? গ্র্যান্ড আড্ডার রান্নার আগের রাতে খোলা আকাশের থাকছি বলে কি আমাকে এখানেও থাকতে হবে? না সম্ভব না। তাই আমি উপরের নির্দেশ অমান্য করে বাসায় রাত্রি যাপন করতেছি। জানি এর জন্য আমাকে কারন দর্শাও নোটিশ দেওয়া হবে। আগামী কয়েকদিন ওএসডি করে রাখতে পারে। রাখুক সমস্যা নাই। আমি কি ভয় পাই? না আমি ভয় পাই না। কারন আমি ষ্টীলার।

No comments:

Post a Comment