Thursday, March 3, 2016

সব ভুললে জীবনে দুসটামির জন্য খোরশেদ আলম (মানিক) ভাই এর মাইর যে পরিমান খাইছি, তা ভুলার না


সব ভুললে জীবনে দুসটামির জন্য খোরশেদ আলম (মানিক) ভাই এর মাইর যে পরিমান খাইছি, তা ভুলার না, যখন যখন ইরাক এ জব করছি, ১পাকিস্তানিরে মেরে, জেল এ গেছিলাম মাইর খাইনাই, দেশে আসার পর ১দিন মেডিকেল থেকে আসার সময় রাত আনুমানিক ০১:৩০ দিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, মাইর খাই নাই, মনে হয় আমার ভাগ্য যে মাইর ছিল সব আমারে মানিক স্যার এ দিয়ে দিছে, তখন অনেক জীদ লাগলে ও এখন বুঝি, স্যার যা করতেন আমার ভালোর জন্যা করতেন, ১টা প্রশ্ন এখনো মনে মধ্যে ঘুরপাক খায়, মানিক স্যার আমারে ১দিন পানিতে অনেক চুবাইসে, কিনতু কেন চুবাইসে আজ ও বলতে পারিনা, নাকি অন্য কারো জীদ আমার উপর উরাইছে, সেটাই বুঝিনাই

No comments:

Post a Comment