Saturday, April 9, 2016

আজ পিংকি আর কাশেম চাচি আসছিলেন বাসায়


আজ পিংকি আর কাশেম চাচি আসছিলেন বাসায়। দিনটা খুব দারুন পার হল। আম্মা থাকলে আরো ভাল লাগতো। বাসায় মাঝে মাঝেই চাচিদের আড্ডা বসতো। কাশেম চাচি আর আম্মা প্রথম লুডু খেলার সুচনা করেছিলেন। সে কি নেশা দুজনের! আমার দায়িত্ব ছিল উনাদের চা আর পান সাপ্লাই দেয়া।তখন সি টাইপে থাকতাম। আস্তে আস্তে তা ছড়িয়ে পড়লো বি টাইপেও। সবার বাসায়ই লুডুর বোর্ড কেনা হয়েছিল। যে যখন যে বাসায় যেতেন সেখানেই এক রাউন্ড হত। বি টাইপে আমরা আর চাচিরা যাবার পর খানসুর চাচি,সিদ্দিক চাচিও যোগ দিলেন। সেকি খেলা! পরে দেখা গেলো চার গুটিতে হচ্ছেনা।একেকজন আট গুটি নিয়ে বসতেন।ওদিকে লুডুর বোর্ড ছিল শুভদের বাসায়। যে বাসায় যেতেন চায়ের আগে এক রাউন্ড খেলা পরে চা আর পান চলতো। আহা,কি দিন। এখন খালি একসাথে হলে এইসব গল্পই চলে। আজ চাচিকে দেখে ওসব মনে পড়ছিল।

No comments:

Post a Comment