Saturday, April 9, 2016

:::তু চিজ বা‌ড়ি হে মাস্ত মাস্ত:::


অামা‌দের ক‌লোনীর কিছু "‌চিজ" পাব‌লিক‌কে এই পেই‌জে খুব মিস কর‌ছি। তারা থাক‌লে পেইজটা অারও জমজমাট হ‌তো ।
১) মোকাদ্দাস কা সিকান্দার ("হা‌ন্ড্রেড টেন" ছিল তার জন‌প্রিয় অ‌নেক ডায়ল‌গের এক‌টি)
২)শীতল ভাই (জ‌সিম ভাই‌দের ব্যাচ, উনার কোন এক বন্ধু fun ক‌রে উনার লু‌ঙ্গি খু‌লে দি‌য়ে‌ছিল এবং পরক্ষ‌ণে অাবার বাধ্য হ‌য়েই সেই বন্ধু লু‌ঙ্গিটা শীতল ভাই‌কে প‌রি‌য়ে দি‌য়ে‌ছিল। grin emoticon ) 
৩) অালমগীর বিরানী ( সর্ম্প‌কে কিন্তু অামার চাচা হয়)
এমন অারও অ‌নেক পিকু‌লিয়ার পাব‌লিকের বসবাস অামা‌দের ক‌লোনী‌তে ছিল যা‌দের নাম অামার ম‌নে অাস‌ছে না।
দয়া ক‌রে অাপনারা এই টাই‌পের কিছু লো‌কের নাম পোস্ট ক‌রে সবাই‌কে ম‌নে ক‌রি‌য়ে দিন।

No comments:

Post a Comment