Wednesday, April 6, 2016

আজ পেইজে একটা open question করতে চাই


আজ পেইজে একটা open question করতে চাই। দুপুরে মনিরের লেখা দেখে এই প্রশ্নটা মাথায় ঢুকেছে। যদি সম্ভব হয় এই পেইজের বর্তমান সদস্য সবাই উত্তর দেবেন। এই পেইজটা ত আমাদের সবার,কলোনিটার মত। এইখানে আমরা কয়েকজন খালি লিখি বাকিরা কেন লিখোনা? অনেকে লাইক, কমেন্টও কর না। কারন কি? আচ্ছা লাইক আর কমেন্ট এর বিষয়টা যার যার ব্যক্তিগত। তার ইচ্ছা সে কাকে লাইক বা কমেন্ট দিবে। কিন্তু কোন পোস্ট কেন দাওনা? আমরা যারা রেগুলার লিখি এটা আমাদের জন্য বিব্রতকর বিষয় হয়ে যাচ্ছে যে অন্যরা লিখছে না। আমরা কি লিখা দিয়ে কারো গতিরোধ করছি? এখানে লিখার জন্য লেখায় পারদর্শি হতে হবে তার দরকার নেই। আমরা ঘরে সবার সাথে কি চলিত ভাষায় কথা বলি না বাসায় যা প্রচলিত তা বলি? তোমরা লিখবানা আর আমরা লিখলে আবার বলা হবে বাকিরা কেন লিখেনা আর তার জন্য একটা আংগুল আমাদের দিকে তোলা হবে এটা ত ঠিক না। Abu Hena তোর একটা কথা আমি মানতে রাজিনা,যারা লাইক কমেন্ট দেয় তাদের জোর করছিস কেন? আমি লিখি আমার খুশিতে, কে লাইক দিল বা কমেন্ট করলো তা নিয়ে ত মাথা ঘামাই না।

যাহোক প্রশ্ন হল কেন লিখো না বা কেন লাইক কমেন্ট কর না তা কি কেউ খোলাখুলি বলবা আজ?

No comments:

Post a Comment