Wednesday, April 6, 2016

সাদিকুল হক ( পলাশ ভাই)

- Aslamuddin Mamun

সাদিকুল হক ( পলাশ ভাই)

কলোনীতে থাকতো সিটাইপে।দুই ভাই, এক বোন।
ভাই - পল্লব
বোন- পপি আপু।
ছোট কাল থেকে পড়ালেখায় খুবই ভাল।

বতর্মানে আমেরিকার প্রবাসী।একজন ভাল ডাক্তার। আমার আম্মা অসুস্থের সময় মেডিকেল এ থাকার সময় ভাইটি দেশে ছিল,এবং আমার মাকে দেখতে গিয়েছিল,আমার ভাই কে সাহস যোগিয়েছে এবং বিভিন্ন পরামর্শ দিয়েছে।
তারিককে ও পাপ্পুকে ভাই টি দেখতে গিয়েছিল।খুবই বড় মনের মানুষ।ভাই টি আমাদের সিএসএম এর গর্ব।সেলুট জানাই ভাই কে।

আড্ডা তে এসেছিল।২৮/১/১৬ তাং রাত ১২টার দিকে আড্ডার ভেন্যু তে এসে সবার সাথে দেখা করেছে যারা তখন ছিল।

ভাই এর উওরাওর সাফল্য কামনা করছি।আর সব সময় এভাবে আমাদের পাশে থাকার অনুরুদ করছি।


No comments:

Post a Comment