Tuesday, May 17, 2016

আজ সকাল থেকেই কলোনির এক ভিক্ষুকের কথা খুবই মনে পড়ছে


আজ সকাল থেকেই কলোনির এক ভিক্ষুকের কথা খুবই মনে পড়ছে।।জানিনা উনি বেঁচে আছেন কিনা!!তবে বেঁচে থাকার কথা না,,কারন দেশের গড় আয়ু তাই বলে।।

লোকটি ছিলেন বোবা।।শব্দ করে ভিক্ষা চাইতেন।।ছোট বেলায় উনাকে আমি প্রচন্ড ভয় পেতাম।।উনি সচরাচর দুপুর একটা থেকে তিনটার মধ্যে আসতেন।।পড়নে থাকতো লুংগি,,কাটা পাঞ্জাবি,,টুপি এবং একটি লাঠি।।সাথে একটি কাপড়ের ব্যাগ ও থাকতো যেটা কাঁধে বয়ে বেড়াতেন।।থুতনিতে কটা দাঁড়িও ছিল।। উনাকে ভয় পাওয়ার কারন ছিল উনি দেখলেই আমাকে কান মলে দিতেন।।হাতে খাবার থাকলে চেয়ে নিতেন।।গাল টেনে দিতেন।।যা আমার কাছে খুবই বিরক্তিকর এবং ভয়ানক ছিল।।ভয়ানক ছিল তার কারন মা বলতেন উনি নাকি দুষ্ট ছেলেদের ধরে নিয়ে যান।।সাথে যেই থলিটা আছে উটাতে করে।।যা আমি বরাবরই ছিলাম।।আর তাই উনার আওয়াজটা যখনই পেতাম তখনই দৌড়ে বাসায় চলে যেতাম।।

উনার আওয়াজটা ছিল অনেকটা এরকম,,আআআআআওওওওওওওও
আআআআআওওওওওওও
আআআআআআআআআ
আপনাদের কারো কি স্মরণে আছে ব্যাক্তিটির কথা??

No comments:

Post a Comment