Monday, May 2, 2016

ভালই বৃষ্টি হচ্ছে


ভালই বৃষ্টি হচ্ছে ।আমরা মা ছেলে বৃষ্টি উপভোগ করছি ।হাজারো স্মৃতি মনে ভীর করছে ।কখন ও কি ফিরে পাবো সেই প্রিয় স্টীল মিল ? খাল পাড়ে বসে কি কখন ও বৃষ্টি উপভোগ করতে পারবো ?সেই বৃষ্টি ভেজা শরীরে জ্বর আসলে মা বলবে - তো যাবি আর খাল পাড়ে ?খাল পাড়ে না গিয়ে দুইটা বসে পড়ালেখা করলে অনেক ভাল করতি ?খাল পাড়ে গিয়ে কি মজা পাস বুঝি না ।সারা কলোনি ঘুরে বেড়ালে তিনটা মেয়ে পাওয়া যাবে না যারা খাল পাড়ে যায় ।তুই আর মেরী যে কি মজা পাস আল্লাহ ভাল জানে ।মা তুমি তো জান না খাল পাড়ে গেলে প্রাণ ফিরে পাই ।গুপ্ত ধন ও আছে ।

হি হি হি

No comments:

Post a Comment