Monday, May 2, 2016

সিএসএম এর সকল ছোটভাই আর বড় ভাইদের কাছে আমার আকুল আবেদন


সিএসএম এর সকল ছোটভাই আর বড় ভাইদের কাছে আমার আকুল আবেদন আপনারা দয়া করে এটা যারা সেবন করেন তারা আজকে থেকে শপথ করেন চর কখনও সেবন করবেন না।এটা খুবই ক্ষতিকর একটা বস্তুু যার কারনে আপনি মৃত্যুপথ বেচেঁ নিচছেন।আমার দেখা একজন মানুষ(নাম বলা যাবে না)খুব অলপ বয়সে সিগারেট খাওয়াতে মারা যায়।আমি অনেক কষট পেয়েছিলাম।আমি জানি এখনও অনেকে আছেন যারা টেনশন হলেই এটা খান।না আর না এবার আর কেউ তা করবেন না।যারা খান তারা আজকে থেকে তাদের সবচাইতে প্রিয় মানুষটার কথা ভেবে ছেড়ে দওয়া যায় না।আমার এ Request টা রাখবেন।বলতে পারেন ভাইদের কাছে একটা আবদার।দয়া করে রাখবেন আশা করি।সবাই একসাথে বলি না আর খাবো না, কেউ খেলে তাকে বুঝাবো।।।।

No comments:

Post a Comment