আমি একজীবনে কিছু মানুষের তীব্র ঘৃণা যেমন পেয়েছি ভালবাসা পেয়েছি তারও বেশি। হয়ত সেই ভালবাসার বহিঃপ্রকাশই ছিল টিপুর আমাকে আবার এই পেজে ডেকে আনা। বলতে দ্বিধা নেই এটি আমার খুব প্রিয় একটা পেজ। আমি আমার সবচেয়ে সেরা লেখাগুলো এখানে লিখেছি। আজো লিখবনা লিখবনা ভেবেও লোভ সামলাতে পারলাম না।
১৯৯৮ সালে আমরা বন্ধুরা মিলে রাঙ্গামাটি গিয়েছিলাম ঘুরতে। আশিক কোত্থেকে একটা গাড়ি যোগাড় করলো সেটা নিয়েই হইহই করতে করতে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু নিয়েছিল। আমাদের যাত্রা নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছিল আবু। যাত্রার আগের দিন আবুর বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হল, আবু আর যেতে পারল না আমাদের সাথে। সারাদিন রাঙ্গামাটিতে ঘুরে বিকেলের দিকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। রাঙ্গামাটি শহর থেকে বের হবার আগেই আমাদের গাড়ির গিয়ারবক্স ভেঙ্গে বিকল হয়ে গেল। মেকানিক জানালো চট্টগ্রাম থেকে পার্টস আনার আগে ঠিক হবেনা। আমরা আটজন ঝামেলার মধ্যে পরে গেলাম একদম।
আমাদের কারো পকেটেই খুব বেশি টাকা নেই। এমনকি রাতের খাবার খাওয়ার মতও না। সেসময় এক হোটেল মালিক আমাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করে আমাদের অশেষ উপকার করেছিলেন। সেটা ছিল এক দুর্যোগের সময়। সারারাত বৃষ্টি হল। ড্রাইভার সহ আমরা নয়জন গাড়ির ভিতর গাদাগাদি করে সেই রাতটা কাটিয়েছিলাম। সকালের দিকে বৃষ্টির মাত্রা আরো বাড়ল। কারো পকেটে টাকা নেই। আমাদের কালাম তার নব বিবাহিত স্ত্রীর জন্য কিছু জামা আর একটি শাল কিনেছিল। আমি বললাম ওগুলো ফেরত দিয়ে আসতে তাতে কিছু টাকা আসবে। কালাম রাজি হলনা। অন্যরাও খুব একটা সমর্থন দিলো না আমাকে। আমি একপ্রকার জোর করে সব ফেরত দিয়ে টাকা আনলাম। না, ওই টাকায় আমরা খাওয়া দাওয়া করিনি। ওই টাকায় টিকিট কেটে ছয়জনকে চট্টগ্রাম পাঠিয়ে দিলাম। আমি আর আশিক রয়ে গেলাম গাড়ির সাথে। সবাই একসাথে কষ্ট করার কোন মানে হয়না। সন্ধ্যা পর্যন্ত ড্রাইভার মফিজ ভাই সহ আমরা তিনজন না খেয়ে ছিলাম।
জানিনা আমার উপর কালামের রাগ এখনো আছে কিনা। থাকলেও আমি বলবো সেদিন আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।
আমার পেজ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তও সঠিক ছিল। সবাই একসাথে কষ্ট করার কোন মানে হয়না। কেউ একজন ছাড় দিলেই শান্তি আসে। আমিই দিলাম।
আবারও বলি এই পেজটা আমার খুব প্রিয়। টিপুকে ধন্যবাদ আমাকে সম্মান দেখানোর জন্য সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সেই সম্মানের যোগ্য নই বলে, এই পেজের যোগ্য আমি হতে পারিনি বলে।
No comments:
Post a Comment