Monday, May 23, 2016

একবার এক শবে বরাতের রাতে কলনিতে হাঁটছিলাম


একবার এক শবে বরাতের রাতে কলনিতে হাঁটছিলাম। রাত সাড়ে এগারোটার মত বাজে। হাঁটতে হাঁটতে ডি/১ এর সামনে আসার পরে দেখলাম বদরুলদের গাছে অনেক পেয়েরা ধরেছে। এবং পেয়েরাগুলোর সাইজও বড় ছিলো। আমাদের মধ্যে একজন বললো দেখ পেয়েরাগুলো অনেক বড় হইছে। এমন সময় স্নিগ্ধা আপা বলে উঠলো" মাথায় টুপিও আছে, নামাজ না পড়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছো কেন?" উপরে তাকাতে দেখি স্নিগ্ধা আপার বারান্দার লাইট অফ করে এক কোনায় বসে গাছ পাহারা দিচ্ছে। পরে সে রাতে আর ওদিকে যায়নি। কারন অন্য কেউ যদি সেদিন চুরিও করতো তাহলে উনি আমাদের নাম দিতো।

No comments:

Post a Comment