Monday, May 23, 2016

আমাদের জীবন থেকে আরেক পবিএ রজনী চলে গেল


আমাদের জীবন থেকে আরেক পবিএ রজনী চলে গেল।এ রাত আমাদের সকলের গুনাহ মাফের রাত,আর অনেক কিছু চাওয়ার রাত আললাহর কাছে।সকলে আমরা সকলের জন্য দোয়া চেয়েছি।সবাই যেন ভাল আর সুসথ থাকে।

আমার ছেলেও রাত দুইটা পযন্ত জেগে ছিল,সে নামাজ আর কোরাআন তেলোয়াত করেন।পরে আমি ওকে বললাম এরাতে তুমি জা চাইবে তা আললাহ তোমাকে দিবে।ও মুনাজাতে বলচে আললাহ আমাদের আরেকটা নতুন আরেকটা কাটুন চ্যানেল আর বেশি বেশি করে জেন বাহিরে সাইকেল চালাতে পারি।আমি চিন্তা করলাম ওরা কত না অবুঝ আললাহ ওদের মাফ করে দিবে।আমি আমার সব ষটীলার ভাই বোন আর চাচাচাচীদের জন্য দোয়া করেছি।এখন কবুল করার মালিক যিনি তিনি জেন করেন আমাদের সকলের দোয়া। আললাহ সবাইকে ভাল রাখুক।।।।

No comments:

Post a Comment