Friday, May 13, 2016

আমার বড় ফুফু


আমার বড় ফুফু।আমার বাবার অনেক আদরের ছোট বোন।আমার খুব প্রিয় একজন মানুষ।আমার তিন ফুফুই আমার অনেক প্রিয়।তবে এ দুনিয়াতে ভাল মানুষের সংখ্যা খুব কম।কিনতু আমার এ ফুফুএতো ভাল আর সহজ সরল তা বলে বুঝানো জাবেনা। কখনও কোনো মানুষকে খারাপ বলতে আমি শুনিনি।সবাই ওনার কাছে একিরকম,সব মানুষ ভাল।কোনো কুটিলতা ওনার কাছে নেই একদম আমার বাবার মত।দুইভাইবোন একিরকম,চেয়ারাও অনেক মিল।কালকে গিয়েছিলাম ফুফুকে দেখতে।খুব ভাল লাগছিল আমাকে অনেক আদর করেন।ওনার অনেক মায়া আমার জন্য।আমাকে খুব ভালবাসেন তা আমি খুব ভালভাবে বুঝি।ওনার সাথে একরাত থাকতে বলেছিল কিনতু আমি পারিনি সংসারের নানা কারনে।ফুফুর বাসা থেকে আসার সময় মনটা অনেক খারাপ লাগছিল কিনতু কিছুই করার নাই।বাস্তবতাটা তো মেনে নিতে হবে।সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন।।।।।।

No comments:

Post a Comment