Friday, May 13, 2016

আমি যখন হার্ট ফাউন্ডেশন এ মামুনের কাছে ছিলাম ঠিক তখনই ডিউটি ডাক্তার


আমি যখন হার্ট ফাউন্ডেশন এ মামুনের কাছে ছিলাম ঠিক তখনই ডিউটি ডাক্তার মামুন কে দেখে তার ব্লাড প্রেশার, হার্টবিট সবই নরমাল পেয়েছে। তবে ডাক্তার মামুন কে কমপ্লিট রেস্টে থাকতে বলেছে। কথা বার্তা একেবারে কম বলতে বলেছে, বিশেষ করে মোবাইলে কথা বলতে নিষেধ করেছেন। ডাক্তার আরো বলেছেন, ফেসবুক থেকে দূরে থাকতে হবে, এবং অন্তত আগামী এক মাস এই নিয়ম মেনে চলতে বলেছেন। এ প্রেক্ষিতে আমার মনে হয় মামুইন্যারে আগামী এক মাস ফেসবুক থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া যাইতে পারে, ওরে ফেসবুকে দেখা গেলেই শাস্তির ব্যবস্থা করতে হবে।

No comments:

Post a Comment