Monday, May 30, 2016

কি যেন কি ফেলে এসেছি


কি যেন কি ফেলে এসেছি। বুকের মাঝে তীব্র মোচড়, চোখের কোণায় পানি এসে পড়া। কিছুক্ষন বোধ হীন। আকাশের দিকে তাকিয়ে ধুয়া উদগীরন। গাড়ির তীব্র হর্নে চেতন ফিরে আসা।সেই হেমন্তের ঘ্রাণ শুকতে থাকা।

অথবা,
কিছু স্বপ্নিল সময়, বুকের মাঝে খালি খালি লাগা, একটু কষ্ট কিংবা কোথায় যেন অপরাধ বোধ। স্পর্শের ব্যাকুলতা। নিভৃতে স্বপ্নিল সময় নিয়ে ভাবা। তন্দ্রাবিহীন রাত, মন অস্থির।

অত:পর, এমন তো হওয়ার কথা ছিলনা।

No comments:

Post a Comment