Monday, May 30, 2016

KIND ATTN: REJA AND RIPON


আমরা সবাই তো মানুষ , তাই বলছি এক জন মানুষ কত গুলা দিক এক সাতে সামাল দিতে পারে,যত ই আমরা বলি আমি পারবো, হা পারব, তারপরেই বুজা যায় পেরেছি কিন্তু কিছু হারিয়েছি, যেমন হতে পারে ভুল করে চাবি ফেলে গেছি,না হয় চশমা, না হয় কাগজের বেগ, না হয় চোরা বেটা নিয়ে যায় মোবাইল, না হয় পকেটের টাকা এই সব, তাই বলছি আর কত রেজা নিজের প্রতি খেয়াল রাখ, নিজে বেঁচে থাকতে হবে তবেতো তুমি সবার জন্য করবে,তুমি যা করচো তা আমাদের অনেকের দ্বারা সম্ভব ই না , হা তোর সাতে আছে রিপন ও, তাই বলছি ভাই,বন্ধু,মামু,নিজের শরিরের প্রতি ও মোবাইল,টাকা,অফিস,ঘর,তারপর অন্যের জন্য কিছু কর।ভুল হলে ক্ষমা করিস,ভাল থাকিস।

No comments:

Post a Comment