Friday, June 24, 2016

আজ একটি সংগঠনের আমন্ত্রণে টানা ১৫ মিনিট আবৃত্তি করতে হবে


আজ একটি সংগঠনের আমন্ত্রণে টানা ১৫ মিনিট আবৃত্তি করতে হবে তিনটি কবিতা।নির্বাচিত তিনটি কবিতার মধ্যে একটি ছিল রবীন্দ্রনাথের মেঘলা দিনে।অনুষ্ঠানের শুরুতে খররৌদ্র।বাদ দিতে হলো মেঘলা দিনে।কিন্তু পড়তে হবে তিনটি কবিতা। টেনশন করি কেন আছে তো স্টীলার কবি ভাই আতিক ভাই।পড়লাম গ্রীষ্মের খরতাপে কবিতাটি।সবাই বললো আপা বই টা একটু দিবেন? তারপর বললাম, উনি মনের আনন্দে লিখেন ।

No comments:

Post a Comment