Friday, June 24, 2016

গত দুদিন ধরে মনের মধ্যে একটা অন্য রকম অনুভূতি অনুভব করছি


গত দুদিন ধরে মনের মধ্যে একটা অন্য রকম অনুভূতি অনুভব করছি যে আর দুদিন পর তো আমাদের সেই সিএসএম এর সব ভাইবোনেরা একসাথে হবো।ঠিক গ্রানড আডডাতে যাওয়ার আগের মত।খুব খুশি লাগছে যা বলে বুঝানো যাবেনা।ছেলের বাবাকে বহু কষটে রাজী করিয়েছি,তার কথা তারাবি পড়তে হবে।এতো দুর থেকে এসে তারাবি কি পাওয়া যাবে।আমি বলেছি বেশি খন বসতে হবেনা।তারপর রাজি হল।একাও আসতে দিবে না।জীবনে ১ম কোনো ইফতার মাহফিলে যাচছি তাও আবার আমার কলোনির ভাইবোনদের সাথে।দোয়া করি সব কিছুযেন সুন্দর ভাবে হয়।সবাই ভাল থাকবেন।।।

No comments:

Post a Comment