Thursday, June 23, 2016

ভাল লাগে স্টিলমিল কলোনী কে


ভাল লাগে স্টিলমিল কলোনী কে, ভাল লাগে কলোনীর সবাই কে, ভাল লাগে তাদের বিভিন্ন আবেদনময়ী আয়োজন কে, মাঝে মাঝে বিভিন্ন কারনে রাগ হয় তারপরও কি অবজ্ঞা যায় কলোনীর আদলে করা এসব আয়োজনকে। 

আশা করি সবাই অংশগ্রহন করবে স্টিল মিল কলোনীর ২৪ তারিখের ইফতার মাহফিলে, অাবারও প্রমান করতে হবে আমাদের দেহ ভিন্ন কিন্তু মন এক।

No comments:

Post a Comment