Thursday, June 23, 2016

আমরা ঢাকায় বসবাসরত প্রাক্তন CSM Colony বাসীরা ইফতার পার্টির উসিলায় আগামীকাল একত্রিত হতে যাচ্ছি


আমরা ঢাকায় বসবাসরত প্রাক্তন CSM Colony বাসীরা ইফতার পার্টির উসিলায় আগামীকাল একত্রিত হতে যাচ্ছি। খুব্বি ভালই লাগছে অনেকদিন পর সবাইকে আবার দেখতে পারবো!!!

আমাদের এই মিলনমেলা যেন সুস্ট ও সফল হয় এবং রমজান মাসের ভাব গাম্ভীর্য যেন বজায় থাকে সেই লক্ষে সবাইকে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করার অনুরোধ করছি। মনের মধ্যে শুধু একটাই শ্লোগান পুষে রাখবো "আমরা আমরাইতো"।

No comments:

Post a Comment