Saturday, June 25, 2016

গতকাল একসাথে ঢাকা, চিটাগাং ও চাদঁপুরে ইফতার পার্টি হল


গতকাল একসাথে ঢাকা, চিটাগাং ও চাদঁপুরে ইফতার পার্টি হল।সবাই ইফতার নিয়ে দু - তিন লাইন করে লিখলে ভাল হয়। যেমন মামুন ভাই আমেরিকা থেকে এসে ইফতার পার্টিতে যোগদান করেছে।তারপর টিটু কক্সবাজার থেকে এসেছে।বান্দরবান থেকে বর সহ এসেছে রনি, জুয়েল ভাই ময়মনসিংহ থেকে ঢাকায় ইফতারে এসেছে,তাদের এতদিন পর কেমন লেগেছে? অনেকে আড্ডা তে আসতে পারেনি কিন্তু ইফতারে এসেছে তাদের অনুভূতি কেমন, অনেকদিন পর অনেকের সাথে দেখা। কি বলি সবাই কারন এখানে সব আমরা আমরাইতো। 

No comments:

Post a Comment