Saturday, June 25, 2016

গ্রান্ড আড্ডার পর থেকে আবার একটা মিলন মেলার সুযোগ খুজছিলাম


গ্রান্ড আড্ডার পর থেকে আবার একটা মিলন মেলার সুযোগ খুজছিলাম।ছোট ছোট আড্ডা দিয়ে প্রান ভরছিল না। কোথায় যেন বারবার অতৃপ্তি থেকেই যাচ্ছিল। ইফতার পার্টি বা ইফতার মাহফিল সেই অতৃপ্তিকে অনেকখানি পুরন করে দিল। ঢাকা, চট্টগ্রাম,চাদপুর একই সাথে ইফতার আয়োজন, স্টীলারদের প্রাণবন্ত উপস্হিতি আবার বিশ্বাস তৈরী করে দিল আমরা যত দূরেই থাকিনা কেন, আমাদের আছে আত্মার এক সুদৃঢ় বন্ধন। আমরা চাইলেও আলাদা হতে বা থাকতে পারবো না। ফিরে আসতেই হবে সি এস এম নীড়ে। ইফতার আয়োজন নিয়ে যখন কাজ করছিলাম তখন প্রতিদিন সবার কাছ থেকে তথ্য পাচ্ছিলাম, অনুমান করতে পারছিলাম আবার মিলন মেলা হবে।হলোও তাই। ধন্যবাদ সি এস এম কলোনীর সকল মেম্বারদের। আজ আরেকবার ধন্যবাদ জানাতে চাই সেই সকল বড়ভাই, বন্ধু,ছোটভাইদের যাদের সকল প্রকার সহযোগীতার মাধ্যমে আমাদের ইফতার আয়োজনের সফলতা। আরও একবার ধন্যবাদ জানাই সেই স্টীলারদের কারন যেকোন সহযোগীতায় তারা কখনো না বলেনী। আমার মনে হয় সি এস এম ব্যাপারে তারা না বলতে শিখেনি। আজ সবার কাছে নুতন করে বলতে ইচ্ছে করছেঃ এভাবেই একসাথে থাকবো, যতদিন বাচবো।সারা বাংলাদেশের সকল স্টীলারদের এই বন্ধন অটুট থাক, এই মোর কামনা।

No comments:

Post a Comment