Thursday, June 16, 2016

যাক আস্তে আস্তে সকলের ঘুম ভাঙবো


যাক আস্তে আস্তে সকলের ঘুম ভাঙবো এমন সময় আসবে একটা পড়তে পড়তে আর একটা লিখা শুরু হয়ে যাবে, কলোনী আবার কোলাহল মুখরীত হবে, আজ আমাগো এপ্রিল 29 এর Monir Zaman বাবু আর দোস্ত মহলে ভুতের আনডা লিখা শুরু করলো, মনটা খুশিতে ভরে গেলো,সবচেয়ে যাকে মিস করি যার কাছে গল্পের কাহিনী এসে ধরা দেয় সেই Mamunur Rashid Rashed ওরফে মরা রাশেদ এখন ও লিখা শুরু করে নি,আমি বহুবার তাকে বলছি দোস্ত আস্তে আস্তে লিখা শুরু কর পেটের মধ্যে কাহিনী গুলি জমিয়ে রাখলে কলোনী বাসি অনেক কিছু মিস করবে,দোস্ত আমার কথা কানেই তুলে না খালি কয় লিখবো,এই খালি টা কোন দিন আসবে তা উপর ওয়ালাই জানে,এরকম শয়ে শয়ে লেখক কলোনীর আনাচে কানাচে ছিল এখন সব কোথায় গেলো, সবার হাতে কি জং ধরে গেলো নাকি?

No comments:

Post a Comment