Thursday, June 16, 2016

আজ এক কথা মনে পরল


আজ এক কথা মনে পরল। সবাই রেজা ভাইয়ের ছোট ভাইকে চিনেন। বাবু ভাই(মোটা না শরীর একটু ভাল ঊনার মতে) আমি সহ ৪ জন টাংকির নীচে বসে আঢডারত।এমন সময় আমাদের সিনিয়র বড় বোনের (সি টাইপে থাকে)জামাই মানে দুলাভাই (ঊনিই কলোনীর ছেলে) অফিস থেকে বাসায় ফিরছেন।যেই টাংকি পার হল হটাত বাবু ভাই আমাদের চুপ থাকতে বলে আামি যা করি তোরা তা করবি।দেখি ঊনি চিকন সুরে ডাক দিছছে "গোপাল..গোপাল গো..পাল" আর তার সাথে আমরাও।সাথে সাথে কেললা ফতে। দুলা ভাই সাথে সাথ আমাদের দিকে তেড়ে আসলো আর.........বলতে পারব না। সবার কাছে অনুরোধ এটাকে কেউ সিরিয়াস নিবেন না।

No comments:

Post a Comment