Saturday, June 18, 2016

আজ একটা মজার কথা বলব


আজ একটা মজার কথা বলব।কলোনীর কিছু আইকন ছেলে আছে যাদেরকে কেউ কখনো ভুলতে পারে না। মোকাদেদশ যাকে আমরা মোকা পাগল বলতাম।ওর কাছু ডায়ালগ ছিল ( অরা গিড়া গননদ দনা,গিরিংগিবাজি গরদ দনা)।আজকে ওকে নিয়ে বলব। কোরবানির ২/৩ দিন আগে আমরা সেই মোটা বাবু (মোটা না শরীরটা একটু ভাল উনার মতে) ভাইয়ের সাথে টাংকির নীচে বসে আছি। আগেই বলে রাখি মোকাদদশকে রাগাতে বাবু ভাইয়ের ২ মিনিটের কাজ।আর এই কারনে বাবু ভাই ওর কাছ থেকে যা গালাগালি খাইছে সেই পরিমান ছোলা বুটও খাইনাই।বিকালবেলা কলোনীর চাচা ও ছেলেরা হাট থেকে গরু ছাগল কিনে আনতেছে।এমন সময় দেখি মোকােদদশ ১টি মাজারি সাইজের ছাগল নিয়ে আসতেছে।যখনিই বাবু ভাইকে দেখছে ওর গালাগাল শুরু।যখনি টাংকি পার হল বাবু ভাই শুরু করল "মোকাদদশ পাগল কিনছে ছাগল"সাথে সাথে আমরাও।আর যাই কই আমাদের কে শেষমেষ পাথর নিয়েতাড়া করল।কোথায় গেল সেই দিন।সরি মোকাদদশ ভাই,মাফ করে দিয়েন।

No comments:

Post a Comment