অনেকদিন সবাই একত্রিত হইনা বা হতে পারছিনা, সবাই সবসময় ব্যস্ত থাকছি। ব্যস্ত শহরে ব্যস্ত থাকাটাই খুব স্বাভাবিক। আসুন না এই ব্যস্ততার ফাঁকেই আরেকবার একটু একত্রিত হই।
হুম, আমি একটি ইফতার পার্টীর কথা বলছিলাম।
ঢাকায় বা এর আশেপাশে বসবাসরত স্টিল মিল কলোনির প্রাক্তন বাসিন্দা দের উদ্যেগে আগামী ২৪ জুন ২০১৬, রোজ শুক্রবার একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এতে সকল স্টিলার দের উপস্থিতি পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে।
স্থান : দি এন্ট্রান্স রেস্টুরেন্ট, বিজয় স্মরনি,ঢাকা
(নভো থিয়েটার ও সামরিক যাদুঘর সংলগ্ন)

আশা করছি ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে, আগামী ২৪ জুন ২০১৬ ঢাকা ও এর আশেপাশে বসবাসরত স্টিল মিল কলোনির প্রাক্তন বাসিন্দাদের উদ্যেগে আয়োজিত ইফতার পার্টি র কথা। আমরা অত্যন্ত আশাবাদী যে সকলের আন্তরিক অংশগ্রহনে আমাদের ইফতার পার্টি এক মিলন মেলায় পরিনত হবে।
যেহেতু ইফতার পার্টির স্থান একটি সামরিক নিয়ন্ত্রিত এলাকায়, তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দের সম্ভাব্য বা আনুমানিক সংখ্যা রেস্টুরেন্ট কতৃপক্ষকে আগেই অবহিত করা লাগে, এছাড়াও সিটিং ব্যবস্থাপনার জন্যও এই তথ্য টা জানলে আয়োজক দের সুবিধা হয়।
তাই সবার প্রতি সুবিনীত অনুরোধ যার এই ইফতার পার্টিতে সদয় অংশগ্রহণ করবেন তাঁরা যেন এই পোস্টে কমেন্টস অথবা Abu Naser এর ফোনে (01920590287) কিংবা অন্য যে কোন উপায়ে অবহিত করেন।
সবার প্রতি আবারো আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা।
--_-------------
দি এন্ট্রেন্স রেস্টুরেন্ট
বিজয় স্মরনি, ঢাকা।
(সামরিক যাদুঘর ও নভোথিয়েটার সংলগ্ন)
No comments:
Post a Comment