Thursday, July 7, 2016

আজ সকালে অনেক ভোরে যখন আকাশ একটু একটু করে তার আলো ফোটাতে লাগলো তখন আমি ছিলাম ছাদে


আজ সকালে অনেক ভোরে যখন আকাশ একটু একটু করে তার আলো ফোটাতে লাগলো তখন আমি ছিলাম ছাদে।একদম খোলা আকাশের নিচে দাড়িয়ে সুন্দর আকাশখানাটিকে যে কি সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা জাবেনা। ঠিক যেন কলোনির সেই ঝলমলে আকাশ দেখলাম আর মনে পড়ে গেল কলোনির ঈদের সকাল।

মনে হয়না আজ বৃষটি আসবে।আকাশটা একদমই ক্লিন।একটু পরে সবাই উঠে পড়বে।।।এই ভোরের সময়টুকু অনেক কিছু মনে করিয়েদিল।আমাদের বাসার সবাইকে খুব মনে পড়ছে।বিশেষ করে আমমা আর আববাকে।ভাইবোনদেরও।আললাহ আমার বাবা মাকে তুমি জান্নাতবাসী কর।আমিন

No comments:

Post a Comment