এবারের ঈদটা আমার জন্য অর্থপূর্ণ একটা বিশেষ কারণে। নিজের মা আর সাশুড়ী মা দুজনকেই কাছে পেয়েছি বলে। জানিনা এব্যস্ততার জীবনে এমন সুযোগ আর পাব কিনা। তাদের সান্নিধ্য,দোয়া আর স্নেহাস্পর্শ আমার পরিবারকে ধন্য করেছে। দুজন মায়ের প্রতি আমাদের তাই অশেষ কৃতজ্ঞতা।
সকালে গুলশান কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে বংগভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেছছা বিনিময়। বাসায় ফিরে অতিথি আপ্যায়ন করেই দিনাতিপাত।
আগামী কাল সারাদিন বরাদ্দ ভাই-বোন আর কাজিনদের জন্য।শনিবারটা আমরা অতিথি হব তাদের বাসায়।
শেষ হবে ঈদের ছুটি।।
ফের কাজের ভিতর লুটোপুটি।!!
ঈদের দিনটির মতই হোক প্রতিটি দিন । শুভ কামনা।
ঈদ মোবারক !!

No comments:
Post a Comment