Monday, July 18, 2016

একটু আগে তারিক কে দেখতে হাসপাতালে গিয়েছিলাম


একটু আগে তারিক কে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। প্রায় ৮ দিন পর গিয়েছি, আগের মত ঘন ঘন আর যেতে পারিনা, ব্যস্ততা ভালোই জেকে বসেছে আমার উপর। 

আমি অথবা কলোনির কেউ গেলে তারিকের চোখে মুখে উজ্জলতা কয়েক গুন বেড়ে যায়, মনে হয় তার কেবিনে একটি হাজার ওয়াটের বালব জ্বলে উঠেছে। তারিকের সাথে আড্ডায় সময় যে কিভাবে কেটে যায় টেরও পাওয়া যায়না। 

দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ,আবহাওয়া খুবই আদ্র, তার চেয়ে আদ্র ছিল আজ তারিকের কেবিনের আড্ডা। আড্ডা র এক পর্যায়ে তারিকের চোখে দেখলাম আবেগের আদ্রতা। যখন ওখান থেকে চলে আসছিলাম শিলু আমাকে পার্কিং পর্য্যন্ত এগিয়ে দিল, আপাতদৃষ্টিতে নিরাবেগ ও হাসিখুশি এই ছেলেটিও ছিল আজ আবেগের আদ্রতায়। এসব আবেগের মুহুর্তে ঠিক কি বলতে হয় আমি জানিনা। তবে এটুকু বলতে পারি সিএসএম তোমাদের পাশে আছে।

পুনশ্চ : তারিকের সাঁতার থেরাপি গত তিন চার দিন ধরে চলছে, তারিকের ভাষ্যমতে সে এতে অনেক উপকারও পাচ্ছে।

No comments:

Post a Comment