Monday, July 18, 2016

মানিক ভাই আমি কিছু ছবি দিলাম আপনে খাঁটি গাওয়া ঘী ডালি আতিক ভাই বাসাইয়া দেন।


সিএসএম এর দুই এডমিনের মধ্যে একজন আতিক ভাই।তার অফিসে গেলে সবাইরে গেন্জী দেয়।আর অফিসে ও পূর্ণিমা হোটেলে খাবায়।সবাই আতিক ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এভাবে সব সময় দিতে পারে খাবাইতে পারে।বড় মনের মানুষ হইছে আতিক ভাই।চিটাগাং থেকে ঢাকা গেলে গাড়ীতে করে ঢাকা ঘুড়ায় আতিক ভাই।সিএসএম পেজ সৃষ্টি তে তার অভধান ভূলার নয়।

No comments:

Post a Comment