Sunday, July 17, 2016

এবারের ঈদে টিভিতে ঈদের অনুষ্ঠান কে কয়টা দেখছেন?


এবারের ঈদে টিভিতে ঈদের অনুষ্ঠান কে কয়টা দেখছেন? আমার ধারনা উত্তর আসবে একেবারে নূন্যতম সংখ্যা। এতো এতো চ্যানেল আর দীর্ঘ দিন ব্যাপী অনুষ্ঠান মানুষ কে এখন আর আকর্ষণ করেনা। তার উপর তো আছে বিরতিহীন বিজ্ঞাপনীয় অত্যাচার। আগে পুরো রোজার মাস জুড়ে অপেক্ষারত থাকতাম একটি মাত্র নাটক, আনন্দ মেলা আর ঈদের পরদিন টিভিতে বাংলা সিনেমা দেখতে। আর ওই সব অনুষ্ঠানের পোস্টমর্টেম চলত অনেক দিন। ঈদের অনুষ্ঠান ছিল মাত্র দু দিনের, আর তার রেশ থেকে যেত পরবর্তী ঈদ পর্য্যন্ত। আর এখন, বাসার সবাই মিলে হইচই করে দলবেধে টিভিতে ঈদের অনুষঠান দেখা তো প্রাগৈতিহাসিক ব্যাপার। 

আমি ইউটিউব এ কিছু ঈদের কিছু অনুষ্ঠান দেখেছি, ভাড়ামো আর শরীর প্রদর্শন ছাড়া কিছু নেই। এমন সব কিছু কিছু প্রোগ্রাম দেখায় যা আমাদের সমাজ সংস্কৃতির সাথে বেমানান। রুচী বোধের দৈন্যদশা সর্বত্র। খালি Quantity বেড়েছে Quality সর্বনিম্ন পর্যায়ে।

No comments:

Post a Comment