Sunday, July 17, 2016

বছর আটারো আগে উনার সাথে প্রায় প্রতিদিন দেখা হতো বাসে


বছর আটারো আগে উনার সাথে প্রায় প্রতিদিন দেখা হতো বাসে। উনি আমার পরের স্টেপেজ থেকে উঠলেও যাত্রা শেষ হতো আমাদের একই স্টেপেজে... একদিন দু'দিন তিন দিন এরপর থেকে পরবর্তি স্টেপেজে বাস এলেই তাকিয়ে থাকতাম উনি উঠল কিনা! চোখে মুখে একটা ভাষা বিনিময় শুরু হলো, শব্দ বিহীন কথাটি ছিল কেমন আছেন? ভাল আছি...... গল্পটা আর একটু আছে তবে এতটুকু বলতে আমি বেশ মজা পাই...

No comments:

Post a Comment