Sunday, September 20, 2015

রিপোর্ট কার্ড

- Simka


অবশেষে রিপোর্ট কার্ড খানা আপ লোড করিলাম । ক্লাস ১-৯ পর্যন্ত খুঁজিয়া পাইয়াছি । কিন্তু দিলাম ক্লাস এইটের টা । কারন টা কি ??


ক্লাস এইটের মাহাত্ম কি?

আছে আছে ।ক্লাস এইট আমার স্কুল জীবনের সব চেয়ে ইম্পরট্যান্ট সময়।
এই সময় আমি প্রেমে পড়েছি । যার দরুন লেখা পড়া লাটে উঠেছিলো । ফলাফল---- পরীক্ষায় ১ম স্থান থেকে ছিটকে একদম সোজা ৪র্থ ।
এই বছরে বৃত্তি পরীক্ষার কোচিঙে আনোয়ার স্যার আমার রোল ৪ হওয়ায় ক্লাসে কখনও রোল কল ই করেন নি । উনি বুঝতে পেরেছিলেন আমার রোল ৪ , এটা মেনে নেয়া আমার জন্য কত কষ্টকর । তাই আমাকে ছোট হতে দেন নি স্যার । (সালাম স্যার আপনাকে) ।
এই বছরে প্রথম চিঠি লিখতে গিয়ে বাপের হাতে ধরা খেয়ে পবিত্র কোরান শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞ্যা করতে হয়েছিলো মাঝ রাতে যে ওই ছেলে কে আমি একদম ভুলে যাবো এবং মন দিয়ে পড়াশুনা করব । ভয়ে মনের মধ্যে তাকে রেখে বাপের হাত থেকে বাঁচার জন্য তাই ই করেছিলাম । ফলাফল আমাকে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করতে হয়েছে ব্যাঙ্ক গুলার সামনে দিয়ে । এবং বাসার সামনের দরজা দিয়ে বের হওয়া পুরা নিষিদ্ধ ছিলো। তাই পিছনের দরজা দিয়ে বের হতে হত । সি -৯ এর সামনে দিয়ে ব্যাঙ্ক গুলার সামনে দিয়ে স্কুলে যাওয়া টা অনেক পেইন ছিলো ।

এই বছর বাপের কাছে করা প্রতিজ্ঞ্যার এক অংশ রাখতে পেরেছিলাম । ফলাফল , পরীক্ষায় আবার ১ম স্থান দখল ।

এই বছর বার্ষিক পরীক্ষার ১ম দিন রাতে বাবা স্ট্রোক করেন , এরপর মা বাবার সাথে হস্পিটালে থাকার কারনে ছন্নছাড়া অবস্থায় চাচী দের তত্ত্বাবধানে আর দাদীর মমতায় বাকী পরীক্ষা দেয়া , বৃত্তি পরীক্ষা দেয়া এবং আর সব সম্পাদন করা হয়েছিলো । ফলাফল, স্কলারশিপ পাইছি ।

সো , ক্লাস এইট তো আমার জীবনের সেরা শ্রেণী বটেই । কি বলেন আপনারা ????

Mahmudur Rashid Pulak আমার এসাইন্টমেন্ট কিন্তু শেষ রে ভাই ।

No comments:

Post a Comment