Sunday, September 20, 2015

টিউশনির অভিজ্ঞতা


টিউশনির অভিজ্ঞতাঃ আমার জীবনের প্রথম টিউশনি করি কলোনির একটি বাসায় সকাল সাতটায়।প্রথম দিন সকালে সকালে পড়াতে গেলে যথারিথী নাস্তা হিসাবে দেওয়া হয় দুটি বেলা বিস্কুট আর চা।আমিও তা খেয়ে নিলাম।তারপর দিন তিনটি বেলা এবং চা।তাও তিনটি বেলা চা খেয়ে ফেললাম।এর পর দিন চারটি বেলা ।তাও খেয়ে ফেললাম।এর পরদিন দেখি চাও নেই, বিস্কিট ও নেই।

No comments:

Post a Comment