Sunday, September 20, 2015

CSM এগিয়ে যাচ্ছে


CSM এগিয়ে যাচ্ছে !!! ভাবতে ভালোই লাগে, লুকিয়া থাকা প্রতিভা দেখে আমি বিস্ময়ের সাথে মুগ্ধ !! সবাই কবিতা লিখছে, তাহলে আমি কেন লিখবো না? দিনের শুরুতেই মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমিও কবিতা লিখবো !!!
আমি খুবই লজ্জিত এবং খুশি, সারাদিনের চেষ্টার ফল হিসাবে আমি অবশেষে একটা কবিতা লিখতে সমর্থ হয়েছি !! অতএব এখন আমি একটি কবিতা বলব, কবিতার নাম, দুই ফোটা জল,

" টুপ...টুপ !!!"

কবিতাটি যদি আপনাদের মন ছুয়ে যায় তাহলে লাইক বাটনে ক্লিক করুন !!

আর যদি কবিতাটি আপনাদের মন ছুয়ে না যায় তাহলে লাইক বাটনে বাড়ি মারুন !!

No comments:

Post a Comment