Tuesday, October 20, 2015

এক আকাশের নিচে ছিলাম

- Javed

কলোনি নিয়ে দুটা লাইন লেখলাম কয়েকদিন আগে। গীটারটা হাতে ছিলো। এমনিতেই গুনগুন করছিলাম। শেষে একটু সুরের মতো হলো। কিন্তু আমার গলা অতি নিকৃষ্ট ধরনের। গানের কোরাসটা আমার গলায় আসছিলোই না। বিরক্ত হয়ে ফেলে রাখলাম। আজ ভাবলাম দিয়েই দেই। কি আর হবে। আমরা আমরাই তো। কোরাসের অংশটা বাগে আনতে না পেরে গোজামিল দিয়ে শেষ করেছি। আশা করি আবেগের ঢাকনি দিয়ে গানের মান কে চাপা দেয়া যাবে।
লিরিকটাও দিয়ে দিলাম। গানে লিরিক ভালো বুঝা যায় না।


এক আকাশের নিচে ছিলাম
এক প্রাচীরের মাঝে।
যেন একটি ঘর আর
এক পরিবার
সকাল দুপুর সাঁঝে।

মুছে গেছে সুখের সময়
ভিন্ন আমি তুমি
ভুলিনি আজো আমাদের
প্রিয় জন্মভূমি

No comments:

Post a Comment